একুশে বইমেলায় ‘হামলা’ তসলিমার বই প্রকাশকের স্টলে! কড়া বিবৃতি দিয়ে তদন্তের নির্দেশ ইউনূসের

বাংলাদেশের অমর একুশে বইমেলায় হামলার নিন্দা করল অন্তর্বর্তী সরকার। সোমবার সন্ধ্যায় তসলিমা নাসরিনের বইয়ের প্রকাশক সংস্থা ‘সব্যসাচী’র স্টলে হামলা চালান একদল জনতা। ঘটনার নিন্দা করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, এই হামলার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের অধিকার এবং সে দেশের আইনকে অবজ্ঞা করা হয়েছে।

Listen and Watch the Story:

Tags: