Content Detail Image Featured

মাথায় টাক পড়ার বা চুলহীনতার কারণ | Hair Loss or Baldness

স্বাস্থ্যগত কারণে যেসব বিব্রতকর অবস্থায় পড়তে হয়, মাথার চুল কমে যাওয়া বা টাক পড়া তার মধ্যে অন্যতম। পুরুষের চুল পড়া সাধারণত শুরু হয় ২০ বছর বয়সের পর থেকে। কারও কারও কৈশোর পেরোনোর পরও চুল পড়া শুরু হতে পারে। 

টাক পড়া বা চুল কমে যাওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা নানা সময় নানাবিধ কারণকে দায়ী করলেও তাঁদের কোনোটিই সুনির্দিষ্টভাবে চুল কমে যাওয়ার জন্য দায়ী নয়।

মূলত পুরুষের টাক হয়ে থাকে হরমোনজনিত কারণে। পারিবারিকভাবে টাকের ইতিহাস থাকলে সেই পরিবারের পরবর্তী প্রজন্মের পুরুষেরও টাক হওয়ার আশঙ্কা থাকে।

স্বাভাবিকভাবে আমাদের চুল কয়েকটি ধাপ পেরিয়ে ধীরে ধীরে একসময় ঝরে পড়ে। তবে হরমোনজনিত কারণে প্রথম ধাপ থেকে খুব দ্রুত শেষ ধাপে চলে আসার ফলে সহজেই চুল পড়ে যায় এবং ওই অংশে আর চুল গজায় না।

অনেক ক্ষেত্রে দেখা যায়, সকালে ঘুম থেকে উঠে চুল আঁচড়াতে গিয়ে লক্ষ্য করলেন, তার মাথায় একটি স্থানের চুল নেই অথবা তিনি হয়তো খেয়ালই করেননি। আসলে চুল পড়ে গেছে বা ঝরে গেছে। ঝরে যাওয়া চুল বাতাসের সঙ্গে দূরে কোথাও উড়ে গেছে। তবে এ টাক শুধু মাথায় হবে তা কিন্তু নয়। হতে পারে দাড়ি, গোফ কিংবা ভ্রুতে। প্রথম দিকে এ টাক এক বা দুটো অংশে সীমাবদ্ধ থাকলেও কিছুদিনের মধ্যে বেশ কয়েকটি স্থানে হয়ে থাকে।

আমাদের চুল জন্মায় মাথার ত্বকের হেয়ার ফলিকল থেকে৷ সাধারণত একটা চুল প্রায় তিন বছর আয়ু কাটানোর পর ঝরে যায় ও সেই শূন্য ফলিকল থেকে আরেকটা নতুন চুল জন্মায়৷ এই জন্ম-মৃত্যুর চক্র সারা জীবন ধরে চলতে থাকে৷ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চুলের ফলিকল উৎপাদন করা বন্ধ করে দেয়। ফলে চুলের বৃদ্ধি থেমে যায় এবং চুল পড়ে যায়।

পুরুষদের কম-বেশি সবারই টাক পড়ার পেছনে রয়েছে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের কারসাজি৷ হেয়ার ফলিকলে টেস্টোস্টেরন পরিবর্তিত হয়ে ডাই হাইড্রো টেস্টোস্টেরনে পরিণত হয়৷ আর এই রাসায়নিকের কারণেই ফলিকল অতি সংবেদনশীল হয়ে ওঠে ও সংকুচিত হয়৷

বয়সের সঙ্গে সঙ্গে পুরুষদের মাথায় টাক পড়ে৷ মাথায় টাক পড়া একটা স্বাভাবিক প্রক্রিয়া, কোনো রোগ নয়৷ কিন্তু এর মনোজাগতিক প্রভাব রয়েছে। বিশ্ব জুড়ে প্রায় ১৪ কোটির বেশি মানুষের পূর্ণ অথবা আংশিক টাক রয়েছে।

টাক মাথার পুরুষ আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকেন কম আকর্ষণীয় ও বুড়োটে দেখাচ্ছে ভেবে বিষণ্ণতায় ভোগেন। পুরুষদের টাক পড়ার পেছনে একটি প্রাকৃতিক ও স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে, যা কেউ রোধ করতে পারবে না৷ তাই স্বীকৃত চিকিৎসাপদ্ধতির বাইরে কোনো টোটকা, কবিরাজি বা ম্যাজিক দাওয়াইয়ে ফল তো হবেই না, বরং ক্ষতি হতে পারে৷

নতুন এক গবেষণায় বলা হচ্ছে, টাক মাথার পুরুষ নারীদের কাছে বেশি আকর্ষণীয়। শুধু তাই নয়, নারীদের কাছে টাক মাথার পুরুষ তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী ও প্রভাবশালী ব্যক্তিত্ব। এমনই একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া’।

গবেষণার সময় শিক্ষার্থীদের বেশ কয়েকজন পুরুষের ছবি দেখতে বলা হয়। ছবিতে টাক মাথার বেশ কয়েকজন পুরুষও ছিলেন। ছবিগুলো দেখার পর, তিনটি ক্যাটাগরিতেই টাক মাথার পুরুষরা তুলনামূলক বেশি নম্বর পেয়েছে। 

গবেষকরা আশা করছেন, হয়ত এখন থেকে পুরুষরা চুল ঝরে পড়া রোধ করতে বা নতুন চুল গজানোর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ না করে বরং নিজেদের মাথা ন্যাড়া করে ফেলার সিদ্ধান্ত নেবে।

Listen and Watch the Story: