হাথুরু ছাঁটাই হলে নতুন হেড কোচ হয়েছেন ফিল সিমন্স। এবারও তার সহকারী হিসেবে সালাউদ্দিনের যোগ দেওয়ার গুঞ্জন আছে। আগেরবার সরাসরি না করলেও এবার বললেন ইচ্ছে আছে। তবে তার আগে অনেক কিছু বিবেচনা করতে হবে বলেও জানান তিনি।
Tags: