বাংলাদেশের দুই ট্রলারসহ ৭৯ নাবিক নিয়ে গেল ভারতের কোস্টগার্ড

বাংলাদেশের সমুদ্রসীমার শেষ প্রান্তে মাছ আহরণের সময় ৭৯ নাবিকসহ দুটি ট্রলার জব্দ করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে গতকাল সোমবার সকাল ১০টায় তারা ট্রলারসহ নাবিকদের ধরে নিয়ে যায় বলে মালিক্ষপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছে।

Listen and Watch the Story:

Tags: