ফেরা হলো না সাকিব আল হাসানের

সবকিছু ঠিকঠাকই ছিল। সাকিবও যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার উদ্দেশে উড়াল দিয়েছিলেন; চলে এসেছিলেন দুবাইয়ে। তবে দুবাই থেকে বাংলাদেশগামী বিমানে তার আর চড়া হয়নি। জানা গেছে, সরকারের উচ্চপর্যায় থেকে তাকে দেশে ফিরতে মানা করা হয়েছে।

Listen and Watch the Story:

Tags: