ভাই মুরগি নেবেন?

মা তার ছেলেকে ২০০ টাকা দিয়ে বল্লেন, যাও বাবা বাজার থেকে একটা মুরগি নিয়ে এসো।

ছেলে বাজার থেকে মুরগি কিনে আনলে মা মুরগি দেখে বল্লেন, এতো রোগা পটকা মুরগি! রোগা পটকা মুরগি আমি নিব না! যাও ফেরত দিয়ে এসো!

ছেলে মুরগি ফেরত দিতে গিয়ে দেখে দোকানে লেখা বিক্রিত মাল ফেরত নেয়া হয় না এখন সে কি করবে! বাসায় গেলেতো মা আচ্ছা মত বকা দেবেন! ভাবতে ভাবতে হটাট তার মনে হল, তার এক খালাত বোন আছে! সে তাকে খুব আদর করেন,টাকা পয়সাও দেন! তার কাছে গেলে হয়ত একটা ব্যবস্থা হবে নিশ্চই।

বোনের বাড়িতে ঢুকতে গিয়ে দেখে ড্রয়িং রুমে খুব অন্তরঙ্গ অবস্থায় একটি ছেলের সাথে তার খালতো বোন বসে আছে। ছেলে লজ্জা পেয়ে সেখানে না গিয়ে চুপচাপ স্টোর রুমে বসে রইল।

ইকটু পর গাড়ির হর্ন এর শব্দ! অর্থাৎ খালু এসেছেন! ড্রয়িং রুমের সেই ছেলেটিও তারাহুরা করে সেই স্টোর রুমে ঢুকে তার বরাবর বসল।

অন্ধকার ঘর,কেউ কারো মুখ দেখছে না। শুধু উপস্থিতি টের পাচ্ছে দুজনই।

ইকটু পর ছেলেটি বল্ল  ভাই মুরগি নেবেন? মাত্র ২০০টাকা।

ধুর,আছি বিপদে আর ইনি আসছে মুরগি বিক্রি করতে! না না মুরগি কিনব না।

ভাই,আপনি যদি মুরগিটা না নেন তবে আমি চিৎকার দেব।

ভাল মুসিবতে ফেল্ল ছেলেটা, বাধ্য হয়ে মুরগি কিনতে হল ভদ্র লোকের।

তার ঠিক ৫মিনিট পর ছেলেটি বলছে, ভাই মুরগিটা ফেরত দেন,নইলে আমি চিৎকার দেব। কপাল খারাপ হলে যা হয়, কি আর করা মুরগি ফেরত দিতে হল।

তার কিছুক্ষণ পর ছেলেটি আবার বল্ল, ভাই মুরগি নেবেন? মাত্র ২০০ টাকা!

এইভাবে সে মুরগিটি ৫ বার বিক্রি করে মুরগি সহ ১০০০ টাকা নিয়ে বেড়িয়ে গেল।

রাস্তা ধরে যখন সে আসছিল তখন দেখল সো রুমে একটা সুন্দর শার্ট ঝোলান আছে! দাম লেখা ১২০০ টাকা। কিন্তু তার কাছে আছে ১০০০ টাকা। অর্থাৎ ২০০ টাকা কম আছে।

এখন এই ২০০ টাকা কোথায় পায়। ভাবতে ভাবতে চলে গেল নিজের বাড়িতে।

ঘরে গিয়ে দেখল তার বড় ভাই ড্রয়িং রুমে বসে মনযোগ সহকারে পেপার পড়ছেন।

চুপচাপ তার কাছে গিয়ে বল্ল -ভাইয়া মুরগি নেবে? মাত্র ২০০ টাকা।

ভাইয়াঃ হারামজাদা বাটে ফালাইয়া ৫বার বিক্রি করছিস এখন আবার আসছিস? আজ তোর একদিন কি আমার একদিন।

Ashikur Rahman

Author
2022-08-01 09:23:27

না না না প্লিজ আমি ব্যস্ত আছি

মার্কেটের টয়লেটে ঢুকলো বল্টু। পাশাপাশি ২ টো টয়লেট ১ টা মেয়েদের আর ১ টা ছেলেদের। বল্টু ছেলেদের টয়লেটে ঢুকে শান্তিতে কাজ সারছিল।

চোর উঠে যাবে

এক মাতাল দুতলা থেকে জানালা দিয়ে পেশাব করছে | তখন আরেক মাতাল বলছে, আরে তোর পেশাব বেয়ে তো চোর উঠে যাবে ?

এ কথা শুনে প্রথম মাতাল বলল, আমি কি ত...

দুধ খেলে শক্তি বাড়ে

বল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে !

বল্টুর বন্ধু :হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোন সন্দেহ আছে ?

বল্টু : ধুর ! পাঁচ গ্লাস দুধ খেয...

বাসর রাতে স্বামী স্ত্রীর কথোপকথোন

বাসর রাতে স্বামী তার স্ত্রীর কথোপকথোন-

স্বামী : এই, বিয়ের আগে তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল?

স্ত্রী কোন কথা না বলে সেখান থেকে উঠেগিয়ে এক...

তুমি গাধা, তোমার চৌদ্দ গোষ্ঠী গাধা

এক লোক তার স্ত্রী ইংরেজী শিখতে বলেছে। স্ত্রীও ইংরেজি শিখার জন্য চেষ্টা করতেছে। একদিন দুপুর বেলায় সে তার স্বামীকে ভা...

অভিজাত রেষ্টুরেন্টে তিনটা দরজা

এক লোক একটা অভিজাত রেষ্টুরেন্টে ঢুকে দেখল তিনটা দরজা,

১ম দরজায় লিখা: চাইনিজ খাবার

২য় দরজায় লি...

No results found

Copyright © 2025 bengalNest. All rights reserved.