ভাগ্যের চুলকানি

সামনে নতুন বছর তাই ভাগ্যের হালচালটা জেনে নিতে মাতাল বাবলু দৌড়ে গেল এক জ্যোতিষবাবার আস্তানায়। বলল, ‘বাবা, কদিন হলো ডান হাতটা খুব চুলকাচ্ছে। কিসের লক্ষণ বলুন তো?’

জ্যোতিষ: হুম্! তোর ওপর মঙ্গলের প্রভাব রয়েছে। আসছে বছর তোর হাতে প্রচুর টাকা আসবে।

বাবলু: বাবা, আমার বাঁ হাতের তালুও চুলকায়।

জ্যোতিষ: বলিস কী? তোর তো বিদেশযাত্রা শুভ!

বাবলু: (খুশিতে গদগদ হয়ে) বাবা, আমার ডান পা’টাও কিন্তু একটু একটু চুলকাচ্ছে।


বাবলুর পাছায় এক লাথি মেরে জ্যোতিষবাবা বলল দূর ব্যাটা, তোর চুলকানি আছে, যা ডাক্তার দেখা।

Ashraful Huq

Author
2023-07-16 08:10:12

খাবার মুখে কথা বলা নিষেধ

জনি তার বাবা-মা'র সাথে খেতে বসেছিল। জনি হটাৎ বলল, বাবা গতদিন তুমি যখ...

বাচ্চা হচ্ছে না, দম্পতি এসেছে ডাক্তারের কাছে

এক দম্পতি এসেছে ডাক্তারের কাছে, স্বামী বয়স্ক, স্ত্রী অপেক্ষাকৃত তরুনী, তাদের সমস্যা হচ্ছে বাচ্চা হচ্ছে না। ডাক্তার...

স্বামী স্ত্রী শুরু করার আগে

অফিস থেকে বাড়ি ফিরে স্বামী স্ত্রীকে  বলল, শুরু করার আগে ভাতটা দাও, খেয়ে নিই। স্ত্রী ভাত বেড়ে দিল। ভাত খেয়ে স্বামী ড্রয়িংরুমের সোফায...

হতচ্ছাড়া তোর জন্য আমার টার্গেট মিস হয়ে গেল...

এক ভদ্রলোকের খামারে ব্রিডিং এর দরকার হলো। তিনি বাজারে গিয়ে তরতাজা এক মোরগ পছন্দ করলেন এবং দোকানিকে দাম জানতে চাইলেন। দোকানদার বলল, ৫০০ টাকা, তবে এ...

চামচ ব্যবহার করবে...

একটি খুব দামি হোটেলে খাওয়া দাওয়া চলছে।  এক মহিলা বুকে গুজে রাখা ন্যাপকিনটা বের করতে গিয়ে টান লেগে তার বুকের বেশ খানিকটা অংশ বের হয়ে...

স্ত্রীর নামে বীমা

এক ভদ্রলোক একটা মোটর গাড়ী দুঘটনার একেবারে চুরমার হয়ে গেছে । তিনি তার গাড়ী যেখানে বীমা করেছিলেন সেখানে গিয়ে টাকার দাবী করলেন ।

কোম...

No results found

Copyright © 2025 bengalNest. All rights reserved.