ডাক্তার নতুন চেম্বার খুলেছে। বাইরে নোটিশ টানিয়ে দিয়েছে, "যেকোন রোগের ফি ৫০০টাকা। যদি রোগ ভাল না হয়, তবে ১,০০০ টাকা ফেরত।"
তাই দেখে তো জনি ভাবলো, ডাক্তারকে বাঁশ দিয়ে ১ হাজার টাকা কামিয়ে নেই।
ধান্দাবাজ জনি ডাক্তারের চেম্বারে যেয়ে বললো, ডাক্তার আমি আমার জিহ্ববায় কোন টেস্ট পাই না!
ডাক্তার তার এসিস্টেন্ট কে বললেন, ২২ নাম্বার বোতল থেকে কয়েক ফোটা ওষুধ বলটুর জিহ্ববায় দিতে। এসিস্টেন্ট সেটাই করলো।
জনি ইয়াক ইয়াক করে বলে, এটা তো প্রসাব! ডাক্তার হেসে বললেন, এইতো আপনার মুখের স্বাদ ফিরে এসেছে। এবার ৩০০ টাকা দেন।
কিছুদিন পর জনি আবার ফন্দি আটলো, কিভাবে আগের ৩০০ টাকা উসুল করে ডাক্তারকে বাঁশ দেওয়া যায়।
এবার চেম্বারে যেয়ে বলে, ডাক্তার, আমার মেমরি লস হইছে। কিছু মনে রাখতে পারি না।
ডাক্তার আবারো এসিস্টেন্ট কে বললেন, ২২ নম্বর বোতল থেকে এক চামচ ওষুধ উনাকে খাইয়ে দিতে।
এটা শুনেই বলটু লাফ দিয়ে উঠে বলে, ২২ নম্বরে তো প্রসাব!
ডাক্তার এবারো হেসে বলেন, জি। আপনার স্মৃতি ফেরত এসেছে। ৩০০ টাকা দেন।
এক মাতাল দুতলা থেকে জানালা দিয়ে পেশাব করছে | তখন আরেক মাতাল বলছে, আরে তোর পেশাব বেয়ে তো চোর উঠে যাবে ?
এ কথা শুনে প্রথম মাতাল বলল, আমি কি ত...
বল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে !
বল্টুর বন্ধু :হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোন সন্দেহ আছে ?
বল্টু : ধুর ! পাঁচ গ্লাস দুধ খেয...
বাসর রাতে স্বামী তার স্ত্রীর কথোপকথোন-
স্বামী : এই, বিয়ের আগে তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল?
স্ত্রী কোন কথা না বলে সেখান থেকে উঠেগিয়ে এক...
এক লোক তার স্ত্রী ইংরেজী শিখতে বলেছে। স্ত্রীও ইংরেজি শিখার জন্য চেষ্টা করতেছে। একদিন দুপুর বেলায় সে তার স্বামীকে ভা...
এক লোক একটা অভিজাত রেষ্টুরেন্টে ঢুকে দেখল তিনটা দরজা,
১ম দরজায় লিখা: চাইনিজ খাবার
২য় দরজায় লি...
No results found