প্রবাসী বর দেশে এসেছেন বিয়ে করতে । কুরবানীর গরুর মতো পাত্রী বাছাই করে যাচ্ছেন । প্রবাসী বরের এক পাত্রী পছন্দ হলো । তিনি তার বাবা-মা এবং কনের বাবা-মাকে বললেন আমার পাত্রী পছন্দ হয়েছে এবং এই মেয়েকেই বিয়ে করবো ।
কিন্তু বিয়ের আগে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য আমরা দুজনে একান্ত কিছু কথাবার্তা বলতে চাই । যেহেতু বিয়ে প্রায়ই ঠিক তাই কনের মা-বাবা কোন আপত্তি করেননি ।
পরেরদিন পাত্র-পাত্রী প্রেমিক-প্রেমিকার মতো ঘুরাঘুরি করলো,বাদাম খেল পার্কে বসে, রিকসায় হুড তুলে ঘুরলো,একসাথে দুপুরে খেল । সন্ধ্যা হওয়ার পর মেয়েকে ছেলেটা বললো, আমরা তো কয়েকদিন পর বিয়েই করবো । বিয়ের পর জামাই-বউ যা করে চলো তাই আমরা এখন করি । মেয়ে রাজী হয়ে গেল । যেহেতু এই ছেলেটাই ওর স্বামী হবে । তারপর তাদের মধ্যে সব হল ।
পরদিন ভোরে পাত্র তার বাবা-মাকে বলে, মেয়ের চরিত্র ভাল না । আমি এই মেয়েকে বিয়ে করবো না । এভাবে একই রকম ঘটনা ঘটলো আরো ছয়টা মেয়ের সাথে । কিন্তু সপ্তম মেয়ের সাথে এসে ছেলেটার ভুল ভাঙে ।
তারা প্রেমিক-প্রেমিকার মতো ঘুরাঘুরি করলো,বাদাম খেল পার্কে বসে,রিকসায় হুড তুলে ঘুরলো,একসাথে দুপুরে খেল । সন্ধ্যা হওয়ার পর মেয়েকে ছেলেটা বললো, আমরা তো কয়েকদিন পর বিয়েই করবো । বিয়ের পর জামাই-বউ যা করে চলো তাই আমরা এখন করি । মেয়ে রাজী হলো না । বললো, এসব বিয়ের পর করবে । বিয়ের আগে কোনমতেই করবো না । আগে বিয়ে হোক তারপর এসব করা যাবে ।
পরদিন ভোরে ছেলে বাবা-মাকে বলে সে এই মেয়েকেই বিয়ে করবে । তারপর তাদের বিয়ে হয় । বাসর রাতে মেয়েকে জিঞ্জেস করে ছেলেটা, তুমি কেন বিয়ের আগে এসব করোনি । আমি তো তোমাকেই বিয়ে করতাম । মেয়েটা জবাব দিল,এর আগে ছয়টা ছেলেকে বিশ্বাস করে সব দিয়েছিলাম । কিন্তু কেউ আমাকে বিয়ে করেনি । এবার আর তোমার বেলায় সেই ভুল করিনি ।
বাসর রাতে স্বামী তার স্ত্রীর কথোপকথোন-
স্বামী : এই, বিয়ের আগে তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল?
স্ত্রী কোন কথা না বলে সেখান থেকে উঠেগিয়ে এক...
এক লোক তার স্ত্রী ইংরেজী শিখতে বলেছে। স্ত্রীও ইংরেজি শিখার জন্য চেষ্টা করতেছে। একদিন দুপুর বেলায় সে তার স্বামীকে ভা...
এক লোক একটা অভিজাত রেষ্টুরেন্টে ঢুকে দেখল তিনটা দরজা,
১ম দরজায় লিখা: চাইনিজ খাবার
২য় দরজায় লি...
চাকরীর ইন্টারভিউ চলছে … বস, “আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা রুল ফলো করি।”
No results found