একদিন প্রাসাদের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বেশ গম্ভীরভাবেই বাদশাহ আকবর বীরবলকে বললেন, দোতলায় পা দেওয়ার আগে যদি তুমি আমাকে হাসাতে পারো, তাহলে তোমাকে খুবই ভালো জাতের একটি আরবি ঘোড়া উপহার দেব।
এই কথা বলে বাদশাহ যখন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছিলেন, তখন বীরবল তাঁকে অনেক মজার মজার কথা বলতে লাগলেন।
যত রকমের রসাল গল্প তাঁর জানা ছিল, বাদশাহকে হাসানোর জন্য তার প্রায় সবই উজাড় করে দিলেন। কিন্তু তিনি তাঁকে হাসাতে ব্যর্থ হলেন।
অবশেষে যখন বাদশাহ সিঁড়ির শেষ ধাপে উঠলেন, বীরবল আচমকা বলে উঠলেন, ‘যাচ্ছে যাচ্ছে, গেল গেল গাধার বাচ্চা চলে গেল।’
বীরবলের এ কথায় উত্তেজিত হয়ে ফিরে দাঁড়িয়ে আকবর বললেন, ‘আরে, গাধার বাচ্চাটা কে?’
‘না না, সত্যি সত্যিই কেউ না’, বীরবল উত্তর দিলেন, ‘আপনাকে শেষ ধাপে দাঁড়িয়ে হাসতে না দেখে আমি ভাবলাম, আরবি ঘোড়াটা পাওয়ার আশা আর নেই। মনের যন্ত্রণায় তাই আমি বলে ফেললাম, গাধার বাচ্চা!’
বীরবলের মনের মধ্যে হতাশা আসায় বাদশাহ খুশি হয়ে হেসে ফেললেন।
বীরবল তখন চিৎকার করে বলে উঠলেন, ‘ওই ঘোড়াটি তো তাহলে এখন আমারই হলো। আপনি যে এখন সিঁড়ির শেষ ধাপে আছেন, জাহাঁপনা।’ বাদশাহ নিচের দিকে তাকালেন এবং নিজের বোকামির জন্য নিজেকে ধিক্কার দিলেন।
আর ওদিকে তখন ফিকফিক করে হাসছেন বীরবল।
এক দম্পতি এসেছে ডাক্তারের কাছে, স্বামী বয়স্ক, স্ত্রী অপেক্ষাকৃত তরুনী, তাদের সমস্যা হচ্ছে বাচ্চা হচ্ছে না। ডাক্তার...
অফিস থেকে বাড়ি ফিরে স্বামী স্ত্রীকে বলল, শুরু করার আগে ভাতটা দাও, খেয়ে নিই। স্ত্রী ভাত বেড়ে দিল। ভাত খেয়ে স্বামী ড্রয়িংরুমের সোফায...
এক ভদ্রলোকের খামারে ব্রিডিং এর দরকার হলো। তিনি বাজারে গিয়ে তরতাজা এক মোরগ পছন্দ করলেন এবং দোকানিকে দাম জানতে চাইলেন। দোকানদার বলল, ৫০০ টাকা, তবে এ...
একটি খুব দামি হোটেলে খাওয়া দাওয়া চলছে। এক মহিলা বুকে গুজে রাখা ন্যাপকিনটা বের করতে গিয়ে টান লেগে তার বুকের বেশ খানিকটা অংশ বের হয়ে...
এক ভদ্রলোক একটা মোটর গাড়ী দুঘটনার একেবারে চুরমার হয়ে গেছে । তিনি তার গাড়ী যেখানে বীমা করেছিলেন সেখানে গিয়ে টাকার দাবী করলেন ।
কোম...
No results found